১৫ জুলাই, ২০২৩ ১৪:১৬

ধামরাইয়ে ড্রেন থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে ড্রেন থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

ঢাকার ধামরাইয়ে মিজানুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ শনিবার তার লাশ উদ্ধার করেছে। উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বড়াটিয়া এলাকার আবুল হোসেনের বাড়ির দক্ষিণ পাশে ড্রেন থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত মিজানুর রহমান নীলফামারী জেলার ডোমার থানার রাওতা এলাকার বশির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান খুন-ডাকাতিসহ ৪টি মামলার আসামি। তার ডানপাশের সিনায় চাপাতির কোপ রয়েছে। তার দুই স্ত্রী রয়েছে। তবে সন্তান আছে কি না সে বিষয়ে জানা যায়নি। লাশ উদ্ধারের সময় তার খালি গায়ে আন্ডারপ্যান্ট পরা ছিল। নিহত মিজান মাদক কিংবা নারী সংক্রান্ত কাজে জড়িত থাকতে পারেন বলে পুলিশ ধারণা করছে।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল চাপাতির কোপে প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ৪-৫টি হত্যা মামলার আসামি। ধামরাইয়ের বড়াটিয়া এলাকায় তিনি থাকতেন কি না জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হোসেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কি কারণে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর