সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম রাইয়ান আহমদ (৪)। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের কোনাউরা নোয়াগাঁও গ্রামের দুবাই প্রাবাসী সুজন মিয়ার ছেলে। আজ বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মামা নজরুল ইসলাম জানান, আজ দুপুর ২টার দিকে বাড়ির পুকুরে পড়ে নিখোঁজ হয় আমার ভাগ্নে রাইয়ান আহমদ। দীর্ঘ সময় তার কোন সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তার নিথর দেহ পুকুরের পানিতে ভেসে উঠতে দেখেন পরিবারের লোকজন। এসময় দ্রুত তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাইয়ান আহমদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম জানান, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।বিডি প্রতিদিন/এএ