গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা উল্টো পথে যাওয়ার সময় একটি মিনিবাসের চাপায় অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সফিপুর আনসার একাডেমির ১নং গেটের সামনে বুধবার রাত সাড়ে ৮টায়। নিহত হলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার কোটবাজারিয়া গ্রামের সরুজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০)। সে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার সোহেলের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকা থেকে আনোয়ার হোসেন তার অটোরিকশা নিয়ে উল্টো পথে সফিপুর বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে বুধবার রাত সাড়ে ৮টার দিকে অটোরিকশাটি আনসার একাডেমির ১ নং গেটের সামনে পৌছালে চন্দ্রাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিকশায় থাকা এক যাত্রী আহত হয়েছে। খবর কোনাবাড়ি হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন এবং আহতকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি আতিকুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ