নারায়ণগঞ্জের কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জপুল-জালকুড়ি সড়কে এই কর্মসূচিটি পালন করে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি এস এম আসলাম, সহ-সভাপতি ডিএস বাবুল, সহ-সভাপতি রওশন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-যুব বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, বিএনপি নেতা শফির হোসেন, মহিউদ্দিন সিকদার, পলাশ, শহিদুল্লাহ, মন্না, মহিদুল ইসলাম ও জামান মির্জা প্রমুখমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/কালাম