ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ফয়সাল খান (১৬)। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের শ্যামপুরটেক মোড় নামক স্থানে সদরপুর-চরভদ্রাসন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল খান পাশের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাংগি গ্রামের আলমগীর খানের ছেলে। আলমগীর খান প্রবাসী। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে ফয়সাল তৃতীয়। ফয়সাল চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সদরপুরের চর বিষ্ণপুর ইউনিয়নের জয়বাংলা নামক বাজার থেকে দুধ কিনে চরভদ্রাসনে নিজ বাড়িতে ফিরছিল ফয়সাল। ফেরার পথে শ্যামপুরটেক মোড় এলাকায় এলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের উপর মোটরসাইকেল নিয়ে পরে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, পুলিশ এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষ নিহতের পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ