২৬ আগস্ট, ২০২৩ ১৩:৫৫

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত

নিম্নাঞ্চল প্লাবিত

কুড়িগ্রামে আবারও ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ প্রধান প্রধান নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে।

শনিবার দুপুর ১২টায় স্থানীয় পাউবো জানিয়েছে, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে অন্যান্য নদ-নদীর পানি কিছুটা উঠানামা করে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে।

ফলে নদ-নদীর তীরবর্তী নিম্নাঞ্চলসমূহে পানি ওঠায় মানুষজন বন্যা পরিস্থিতিতে পতিত হয়েছে। জেলার অধিকাংশ নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী অনেক এলাকায় রাস্তাঘাট, ঘরবাড়িতে পানি উঠতে শুরু করেছে। ফলে তৃতীয় দফা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

জেলার রাজারহাট উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নদী তীরবর্তী মানুষগুলো বন্যায় প্লাবিত হয়েছেন। এসব মানুষের মাঝে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ গত দু’দফা বন্যায় অনেকের সদ্য রোপণ করা আমন ক্ষেত পানিতে তলিয়ে যায়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর