৩১ আগস্ট, ২০২৩ ১৪:২২

সমাবেশ সফল করতে মুন্সীগঞ্জে যুবলীগের প্রস্তুতি সভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সমাবেশ সফল করতে মুন্সীগঞ্জে যুবলীগের প্রস্তুতি সভা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশ সফল করার লক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা করেছে সদর ও শহর যুবলীগ। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরের শহরের বঙ্গবন্ধু সড়কের জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করে ও দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ ও প্রতিহতের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান চপল।

সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. বাদল রহমানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. ইমাম হোসেন আরিফ, জেলা যুবলীগ নেতা হাজী মো. জালালউদ্দিন রুমি রাজন, শহর যুবলীগের সভাপতি সাঈফুল ইসলাম এলান, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন মন্ডল, পঞ্চসার ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা শাকিল মাদবর, যুবলীগ নেতা আল-মামুনসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবলীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর