১০ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:২১

ফুলবাড়ীতে বাবা ও ছেলেসহ ৬ জনের জেল ও জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি

ফুলবাড়ীতে বাবা ও ছেলেসহ ৬ জনের জেল ও জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা সেবনের অপরাধে বাবা ও ছেলেসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোছা: মলিহা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং তাদের এ  সাজা প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে, জেলার ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চোত্তাবাড়ী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উদ্যোগে একটি অভিযান পরিচালিত হয়। এসময় গাঁজা সেবনরত অবস্থায় ৬ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দলটি হাতেনাতে আটক করে।

এরপরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে সহকারী কমিশনার (ভূমি) মোছা: মলিহা খানম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের সামছুল হকের ছেলে বাবলু মিয়া (৫২), বাবলুর ছেলে রুবেল আহমেদ (৩২), একই গ্রামের বাবুল হোসেনের ছেলে ফারুক মিয়ার (২৪), মৃত ওসমান গনির ছেলে মিন্টু মিয়া, মৃত আব্দুস সাত্তারের ছেলে রফিকুল ইসলাম (৫১) এবং উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের সামছুল হকের ছেলে শাহাজাহান আলী (৪৫)। তাদের প্রত্যেককে ৭ দিনের জেল ও নগদ ২ শত টাকা জরিমানা করে আদায় করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা গাঁজা সেবনরত অবস্থায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করায় ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করেছেন। 
 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর