বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে মাদকবাহী একটি প্রাইভেটকার ধাওয়া করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পিকআপ দুর্ঘটনায় দুই সদস্য আহত হয়েছেন। ধাওয়ার মুখে প্রাইভেটকার ফেলে আরোহীরা পালিয়ে গেলে ওই প্রাইভেটকার তল্লাশি করে ৪৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে তারা। মঙ্গলবার রাতে মহাসড়কের বাকেরগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রুহিতার পাড় এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আহত সিপাহি মেহেদি হাসান (৩২) ও মো. সানিকে (২৬) শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, সাদা রংয়ের একটি প্রাইভেটকারে বিপুল পরিমান ফেনসিডিল পটুয়াখালীর দিকে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রুহিতার পাড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে। সাদা রংয়ের সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ায় চেস্টা করে। এতে আরও সন্দেহের সৃস্টি হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা একটি পিকাপ নিয়ে ওই প্রাইভেটকারটিকে ধাওয়া করে। মাঝপথে প্রাইভেটকারটিকে থামানোর চেস্টা করা হলেও তারা আরও বেপরোয়া গতিতে চালাতে থাকে। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পিকাপটি ওই প্রাইভেটকারটিকে ওভারটেক করার চেস্টা করলে প্রাইভেটকারটি চাপিয়ে দেয়ায় পিকাপটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় পিকাপ চালক খাদে পড়া পিকাপ থেকে বের হয়ে একটি মোটরসাইকেল নিয়ে প্রাইভেটকারটিকে ধাওয়া করে। ধাওয়ার মুখে আরোহীরা প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়। পরে ওই প্রাইভেটকার তল্লাশি করে ৪৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।বাকেরগঞ্জ থানার ওসি মো. মাকসুদুর রহমান জানান, মাদকবাহী একটি প্রাইভেটকার ধাওয়া করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পিকাপ মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়। এদিকে ধাওয়ার মুখে প্রাইভেটকার ফেলে আরোহীরা পালিয়ে যায়। পিকাপ দুর্ঘটনায় আহত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। ৪৯৪ বোতল ফেন্সিডিলসহ প্রাইভটকারটি জব্ধ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এক কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম