রাঙামাটিতে দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।
এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহামুদ, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ রাঙামাটি পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অমলেন্দু হাওলাদার ও সদস্য সচিব বিপুল ত্রিপুরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, রাঙামাটি জেলা এবার ৪৩টি মণ্ডপে দুর্গোৎসব হবে। সবগুলো মণ্ডপে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। একই সাথে পূজা চলাকালিন মণ্ডপে মোতায়ন থাকবে পুলিশ।
সভায় রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, দুর্গোৎসব ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সর্তক থাকতে হবে। সনাতন ধর্মলম্বীর মানুষ যাতে সুন্দরভাবে এ দুর্গোৎসব পালন করতে পারে সে বিষয়ে পূজা কমিটির সদস্যদেরও বিশেষ দায়িত্ব রয়েছে। এ অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের পাশপাশি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে ত্রিপুরা সম্প্রদায়ও কিন্তু দুর্গোৎসব পালন করে। তাই ত্রিপুরা পল্লীগুলোতেও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে। দর্শনার্থীরা যাতে পূজা উপভোগ করতে পারে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন