১৪ অক্টোবর, ২০২৩ ২২:০৭

গাজীপুরে হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

গাজীপুর মহানগরীর বাসন থানার সার্ডি সড়কে গত ৫ অক্টোবর রাত অটোচালক নূর ইসলাম খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ঘটনায় জড়িত ৩ ছিনতাইকারীকে। অটোরিকশা ছিনতািকালে চিনে ফেলায় ছিনতাইকারীরা তাকে বুকে পিঠে ছুরিকাঘাত করে খুন করে।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন, বাসন থানার নলজানী এলাকার রমজান আলী (২২), একই থানার চান্দনা এলাকার শরীফ (২৫) ও শেররপুরের বকশীগঞ্জ থানার জাকনিপুর ডাকীপাড়া গ্রামের দেলেয়ার হোসনে দেলুু (৪৫)।

নিহত অটো চালক নূর ইসলাম (৪৫) শেরপুর সদরের বাকারকান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। তাদের মধ্যে দেলু অটোরিকশার ক্রেতা ও একটি গ্যারেজের মালিক।

তিনি আরো জানান,  নূর ইসলাম গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ভাড়া থেকে গ্যারেজ পরিচালনার পাশাপাশি অটোরিকশা চালাতেন। গত ৫ অক্টোবর রাতে অটো নিয়ে বের হয়ে তিনি আর বাসায় ফিরেননি। পরদিন সকালে সার্ডি সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার হয়।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর