৩১ অক্টোবর, ২০২৩ ২২:১৬

মির্জাপুরে বিএনপির ৫ নেতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি:

মির্জাপুরে বিএনপির ৫ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতা চেষ্টার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানসহ বিএনপির পাঁচ নেতাকে বিস্ফোরক আইনে গ্রেফতার করেছে থান পুলিশ। সোমবার রাত ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও পুলিশকে প্রতিহত করার জন্য মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে বারবার আহবান জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বানাইল ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ইউসুফজাই রিংকু, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়া।

পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে মির্জাপুর পৌর এলাকার গাড়াইল মৌজায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাস ভবনে পুলিশ তাকে গ্রেফতার করতে যায়। এ খবর ওই এলাকায় ছড়িয়ে পড়লে বাস ভবন সংলগ্ন বংশাই সেলুঘাটা জামে মসজিদের মাইক থেকে পুলিশকে প্রতিহত করার জন্য দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে বারবার আহবান জানানো হয়। এসময় বেশ কিছু নেতাকর্মী ও এলাকাবাসী জমায়েত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বলে পুলিশ অভিযোগ করেছেন। পুলিশ সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গ্রেফতার না করলেও তার বাস ভবন থেকে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেফতার করে। 

এদিকে সোমবার রাতে বিস্ফোরক আইনে পুলিশ বিএনপির আরো দুই নেতাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। 

এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম যোগাযোগ করা হলে তিনি ওই বাস ভবন থেকে ৩ জনকে এবং বানাইল ও পাকুল্যা থেকে দুইজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন। এছাড়া মসজিদের মাইক ব্যবহার করে পুলিশকে প্রতিহতের ঘোষণা দেয়ার বিষয়ে মসজিদ কমিটিকে ডাকা হবে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর