দিনাজপুরের বীরগঞ্জে মো. বেলাল হোসেন (৩২) নামে এক মাদকসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত মোঃ বেলাল হোসেন(৩২) বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউপির ঘোড়াবান্দ গ্রামের মো. রোস্তম আলীর ছেলে। শুক্রবার রাতে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফজলে এলাহী ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।
বীরগঞ্জ থানার এসআই মোঃ আশরাফুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার পাল্টাপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানে ঘোড়াবান্দ গ্রামের মোঃ বেলাল হোসেনকে মাদক সেবনের সময় আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করলে আদালতের বিচারক ৬ মাসের বিনাশ্রম কারাদÐ প্রদান করেন।বিষয়টি নিশ্চিত করেন বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান।
বিডি প্রতিদিন/এএম