রাঙামাটির কাউখালীতে জিপগাড়ি উল্টে একজন নিহত হয়েছে। তার নাম বিপুল চাকমা (১৭)। পিতা নিবারন চাকমা। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬জন। শুক্রবার রাত ১টার দিকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেতছড়ি গুচ্ছগ্রামে এঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির ঘাগড়া স্বধর্ম বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান উৎসব শেষ করে একটি খোলজিপে করে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেতছড়ি গুচ্ছগ্রামে যাচ্ছিল একদল পূণ্যার্থী। এ সময় গাড়িটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় বিপুল চাকমার। এ সময় আহত হয় শুভ চাকমা (১৮), সুলক্ষণ চাকমা (১৮) সুজন চাকমা (১৯) সোহেল চাকমা (১৪) নোবেল চাকমা (২২), অরবিন্দু চাকমা (৩২)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছে।
রাঙামাটি কাউখালী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের যথাসময় উদ্ধার করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছে। নিহতর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো কোন মামলা হয়নি। মামলার কার্যক্রম চলছে।
বিডি প্রতিদিন/এএ