বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কোনো মহল পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করলে, তা কঠোর হাতে দমন করা হবে।
বৃহস্পতিবার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ গণতান্ত্রিক অধিকার। তবে সেই নির্বাচন বানচাল কিংবা প্রতিহত করার চেষ্টা করলে কিংবা নির্বাচন প্রশ্নবিদ্ধ অথবা নির্বাচনে পেশি শক্তি প্রয়োগের চিন্তা কেউ যদি মাথায় নিয়ে থাকেন, তাহলে এখনই তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নতুবা তাদের যে বিপদ হবে, তা তারা কখনো ভাবতেও পারেনি।
তিনি বলেন, সারা বিশ্ব যখন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষার প্রহর গুনছে, ঠিক সেই মুহূর্তে বগুড়ার সকল নির্বাচনী আসনে ভোট হবে শান্তি, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে। এই নির্বাচন বানচাল করার অপচেষ্টা দমন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই