ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া ১৮টি পরিবারের মাঝে নগত ৫ হাজার টাকা ও কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাম্মদপুর বালিয়াহাট এলাকায় এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।
এ সময় প্রতিটি পরিবারের মাঝে নগত ৫ হাজার টাকা, তিনটি করে কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মোস্তাকসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার বিকেলের দিকে স্থানীয় একজন মহিলা ধান সিদ্ধ করার জন্য চুলায় আগুন দেয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আশপাশের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিডি প্রতিদিন/এএ