চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভোক্তার অভিযানে চারটি প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ, নিষিদ্ধ ও অবৈধ কসমেটিক সামগ্রী বিক্রি ও মজুদ করার অপরাধে এ জরিমানা করা হয়। সোমবার সকালে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সজল আহম্মেদ জানান, কার্পাসডাঙ্গা বাজারের অভিযান পরিচালনাকালে চারটি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ, নিষিদ্ধ ও অবৈধ কসমেটিক সামগ্রী বিক্রি ও মজুদ করার প্রমাণ মেলে। ফলে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় খারাপ কসমেটিক্সগুলো জনসম্মুখে বিনষ্ট করা হয়।
সজল আহম্মেদ জানান, অভিযান শেষে উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ