১৯ ডিসেম্বর, ২০২৩ ১৫:৪৫

৪৫ হাজার ইয়াবাসহ ভাসমান নৌকা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

৪৫ হাজার ইয়াবাসহ ভাসমান নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৪৫ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৮ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে টহলদল নাফ নদীতে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল চার ব্যক্তিকে একটি কাঠের নৌকায় সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে হ্যাচারখাল এলাকার দিকে আসতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে  ওই ব্যক্তিরা অন্ধকারের সুযোগে নাফ নদীতে একটি ব্যাগ ফেলে দিয়ে পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে ৪৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদব্য বহনের দায়ে নৌকাটিও আটক করা হয়। 

তিনি আরো জানান,পরবর্তীতে টহলদল উক্ত  এলাকায় দীর্ঘক্ষণ পর্যন্ত অভিযান পরিচালনা করলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর