৬ জানুয়ারি, ২০২৪ ১৯:২৭

নৌকা প্রতীকের নির্বাচনি অফিসে আগুন

সাতক্ষীরা প্রতিনিধি

নৌকা প্রতীকের নির্বাচনি অফিসে আগুন

সাতক্ষীরার কালিগঞ্জ থানা এলাকায় অবস্থিত নৌকা প্রতীকের নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নির্বাচনি অফিস ভস্মীভূত হয়েছে। পাশাপাশি দু’টি ব্যবসাপ্রতিষ্ঠানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নৌকার নির্বাচনি অফিসের তত্ত্বাবধায়ক সুলতান আহমেদ জানান, সম্ভবত শনিবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা থানার সন্নিকটে অবস্থিত নৌকার নির্বাচনি ক্যাম্পে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টার পাশাপাশি কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অফিসের আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে দু’টি ব্যবসাপ্রতিষ্ঠানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলনসহ তার নেতাকর্মীরা শনিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে আসেন। এসময় এসএম আতাউল হক দোলন বলেন, নৌকার বিজয় নিশ্চিত জেনে তার নির্বাচনি প্রতিদ্বন্দ্বী বিএনএম’র নোঙর প্রতীকের প্রার্থীর কর্মী ও সমর্থকদের ইন্ধনে নৌকা প্রতীকের নির্বাচনি অফিস আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে নোঙর প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজা জানান, নৌকার প্রার্থী আতাউল হক দোলন ভোটে নিশ্চিত পরাজিত হবেন। সে কারণে কেন্দ্রে যাতে নোঙরের ভোটার ও কর্মী সমর্থকরা যেতে না পারে, সে জন্য নিজেরা নিজেদের অফিসে আগুন সন্ত্রাস করে বিএনএম’র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর