লালমনিরহাটের তিনটি আসনে সকাল ৮টা থেকে থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট শুরুর পর থেকে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারগণ উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে নির্দিষ্ট সময়ের আগে থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত হতে শুরু করে।
লালমনিরহাটের তিনটি আসনে এবার ৩৬৫টি ভোট কেন্দ্রে ১০ লক্ষ ৬৩ হাজার ৭২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তা জোরদার করেছে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা।
লালমনিরহাট-১(হাতিবান্ধা-পাটগ্রাম) আসনে ১৩২টি কেন্দ্রে ৩ লক্ষ ৭৬ হাজার ১২২ জন, লালমনিরহাট-২( আদিতমারী-কালীগঞ্জ) আসনে ১৪৪টি ভোট কেন্দ্রে ৪ লক্ষ ২ হাজার ২৯ জন, লালমনিরহাট-৩ (সদর) আসনে ৮৯ কেন্দ্রে ২ লক্ষ ৮৫ হাজার ৫৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিডি প্রতিদিন/এএম