সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পল্লীতে খাস জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীনসহ অনেকে আহত হয়েছেন।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের তেহকিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা চলছে। গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন-প্রজেশ দেবনাথ, আজিজুর রহমান ও আলমগীর।
স্থানীয় সূত্র জানায়, তেহকিয়া গ্রামের পাশে পতিত জমি নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ হয়। শালিসে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ মধ্যস্থতাকারীসহ উভয় পক্ষের ৩০ জন আহত হন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এলাকায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই