যশোরের শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে সীমান্তবর্তী হরিনাপোতা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী উপজেলার হরিনাপোতা এলাকার মৃত আব্দুল আলীমের স্ত্রী আয়না মতি।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান জানান, থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী হরিপোতা এলাকায় দুটি অভিযান চালিয়ে আয়না মতি নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে পরে তার স্বীকারোক্তি মোতাবেক বসত বাড়ীর পশ্চিম পাশে গোয়াল ঘরে বিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। অপর অভিযানে একই এলাকার মুনসুর আলীর বাড়ীর পিছনে টয়লেটের সেপটি টেংকির বিশেষ ব্যবস্থায় ড্রামের মধ্যে রাখা ১৮ কেজি গাঁজা, উদ্ধার করা হয়। মুনছুর আলী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম