১৩ এপ্রিল, ২০২৪ ২১:৪৭

ভোলায় গ্রামীণ ঈদ আনন্দমেলা

ভোলা প্রতিনিধি

ভোলায় গ্রামীণ ঈদ আনন্দমেলা

ভোলায় গ্রামীণ ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামে মোশারফ স্যার স্মৃতি পাঠাগারের উদ্যোগে শনিবার এই মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি নাসির আহমেদ। আলোচনা সভা, ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠাগারটির প্রতিষ্ঠাতা কবি জোবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি  হাওলাদার মাকসুদ, দৌলতখান উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক আশরাফুল আলম বিপ্লব, সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ইভটিজিং বাল্যবিয়েসহ বিভিন্ন সামাজিক সমস্যা দূর করতে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থার কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে গ্রামীণ পাঠাগার আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতি বছর মোশারফ স্যার স্মৃতি পাঠাগারের উদ্যোগে এই মিলন মেলার আয়োজন করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর