২০ এপ্রিল, ২০২৪ ১৬:৪৭

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

কুড়িগ্রামের চিলমারীর লালচামার চর গ্রামে টয়লেটে যাওয়ার পথে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহত কৃষকের নাম আযম আলী (৩৫)। তিনি ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোররাতে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ছালিপাড়া এলাকার কৃষক আযম আলী প্রকৃতির ডাকে সাড়া দিতে অন্ধকারে তার নিজ বাড়ির পাশে টয়লেটে যাচ্ছিলেন। এসময় অন্ধকারে থাকা বিষাক্ত একটি সাপ তার পায়ে এসে কামড় দিয়ে গর্তে প্রবেশ করে।

এতে তিনি চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পূর্বে তিনি একই ইউনিয়নের লালচামারচর এলাকায় ছিলেন। নদীভাঙনের পর তিনি ছালিপাড়া এলাকায় বসবাস করতেন। এ ব্যাপারে সাপের কামড়ে মৃত্যুর খবর ঢুষমারা থানার ওসি আবু সায়েম মিয়া নিশ্চিত করেন।

 বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর