২১ মে, ২০২৪ ২২:২৪

বাগেরহাটে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

বাগেরহাটে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবু, চিতলমারী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু জাফর মো. আলমগীর সিদ্দিকী ও মোল্লাহাট উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী শাহিনুল আলম ছানা বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

বাগেরহাটে উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার শেখ মুহাম্মদ জালাল উদ্দিন বুধবার রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন রাত ১০টায় বেসরকারি এই ফলাফল নিশ্চিত করেছেন। 

ঘোষিত ফলাফলে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান বাবু (মোটরসাইকেল) ৪৫ হাজার ৫৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী স্বপন দাস (আনারস) পেয়েছেন ২৭ হাজার ১৩৭ ভোট। 

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু জাফর মো. আলমগীর সিদ্দিকী (দোয়াত কলম)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অশোক কুমার বড়াল (মোটরসাইকেল) পেয়েছেন ২৭ হাজার ১২০ ভোট।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ২৯ হাজার ৯০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শাহিনুল আলম ছানা (দোয়াত কলম)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন ( আনারস) পেয়েছেন-১৯ হাজার ৯৫৪ ভোট।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর