২৪ মে, ২০২৪ ১৬:৩৪

কালিয়াকৈরে বাসা-বাড়িতে আগুন

কালিয়াকৈর প্রতিনিধি:

কালিয়াকৈরে বাসা-বাড়িতে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে তেলিরচালা এলাকায় পাঁচটি বাসা বাড়িতে ৮৮টি কক্ষ আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেলিরচালা এলাকায় শুক্রবার দুপুরে সারোয়ারের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের খবর দেয়। ফায়ার সার্ভিস খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী ফায়ার সার্ভিস   চারটি ইউনিট প্রায় ১ ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণ আসে। ততক্ষণে ওই এলাকার পাঁচটি বাসা বাড়ির ৮৮টি কক্ষ পড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারেনি ফায়ার সার্ভিস। 

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চারটি ইউনিটে এক ঘন্টা কাজ করার পর নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর