২৪ মে, ২০২৪ ১৭:০৩

আব্দুর রহিম ও নাজমা রহিমের কবর জিয়ারত প্রধান বিচারপতির

দিনাজপুর প্রতিনিধি

আব্দুর রহিম ও নাজমা রহিমের কবর জিয়ারত প্রধান বিচারপতির

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিম এর পিতা সাবেক এমপি এম আব্দুর রহিম ও রত্মগর্ভা নাজমা রহিম এর কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে কবর জিয়ারতের পূর্বে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, দিনাজপুর জেলা ও দায়রা জজ যাবিদ হাসান, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জুলফিকার হোসেন, স্পেশাল জজ রেজাউল ইসলাম, সুপ্রীম কোর্টের রেজিস্টার মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, খানসামা উপজেলা মাধ্যমিক অফিসার মঞ্জরুল হক, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইসহাক চৌধুরী, যুগ্ম সাধারন সম্পদাক মাতলুবুল মামুন প্রমুখ। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর