২৪ মে, ২০২৪ ১৮:০৬

কুড়িগ্রামে মাদকসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে মাদকসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে দেড়শ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানার নাখরাজ গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় হাসানুজ্জামান (৪৫) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। সে রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানার নাখরাজ গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরী থানার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানার নাখরাজ এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির খাটের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৫০ বোতল ফেনসিডিলসহ হাসানুজ্জামানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার তার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর