২৪ মে, ২০২৪ ১৮:১১

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের মতবিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য আন্তঃধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করার জন্য সবার প্রতি আহবান জানান। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপ-বিহারাধ্যক্ষ ও বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর