২৫ মে, ২০২৪ ১৬:১৮

শরীয়তপুরে অস্ত্র ও মাদকসহ আটক ১

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে অস্ত্র ও মাদকসহ আটক ১

আটক নারী

শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নে অস্ত্র ও মাদকসহ লিজা আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে জাজিরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক লিজা আক্তার উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আক্কাস ঢালীর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী আক্কাস ঢালী পলাতক রয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মূলনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সুজন হকের নেতৃত্বে এসআই মো. হুমায়ুন কবির, এএসআই মো. বেলাল হোসেনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ৮ রাউন্ড শটগানের লিড কার্তুজ ও ৪০ পিচ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে লিজা আক্তারকে আটক করা হয়।

ঘটনার সময় আরেক সহযোগী আক্কাস ঢালী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ দুইটি পৃথক মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর