২৫ মে, ২০২৪ ১৬:২৭

‘আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকরা’

জয়পুরহাট প্রতিনিধি

‘আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকরা’

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, এই সরকারের আমলে বিগত ১৫ বছরে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা।  আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার আগে বলেছিল বিনামূল্যে কৃষকদের সার দেবে।  বিনামূল্যে সার তো দেয়নি, উল্টো কয়েকগুণ দাম বাড়িয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে।

শনিবার (২৫ মে) দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে কৃষকদলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন, আমরা সবাই সবসময় বলে থাকি, কৃষি আমাদের মেরুদণ্ড, কিন্তু দুর্ভাগ্যক্রমে জিয়াউর রহমান, পরে খালেদা জিয়া ছাড়া কৃষি খাতকে গুরুত্ব দেওয়া হয়নি। 

জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবলু, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ সবুর, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ প্রমুখ। 

মতবিনিময় সভা শেষে কারামুক্ত কৃষকদলের নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে সংবর্ধিত করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর