২৫ মে, ২০২৪ ১৭:০৩

কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে মৃত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে মৃত ডলফিন

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে মৃত একটি ডলফিন। এটি প্রায় সাত ফুট লম্বা। এর মাথা, পিঠসহ শরীরের অধিকাংশ জায়গার চামড়া উঠে গেছে। ইরাবতী জাতের মৃত এ ডলফিনটির মুখে জাল প্যাচানো রয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জিরো পয়েন্টের পূর্ব পাশে এটিকে দেখতে পায় স্থানীয়রা। খবর পাওয়ার সাথে সাথে এটিকে বনবিভাগ ও ব্লু গার্ডের সহায়তায় সদস্যরা নিরাপদ স্থানে মৃত ডলফিনটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করে। এর আগে গত ২ মে সৈকতে আরো একটি মৃত ইরাবতী ডলফিনের বাচ্চা এসেছিল বলে জানিয়েছেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

স্থানীয় ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, জোয়ারের সময় সাগরের ডেউয়ের তোরে তীরে এসে মৃত এ ডলফিনটি সৈকতের বালিয়ারিতে আটকা পরে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে আমাদেরকে খবর দেয়। পরে বিষয়টি বনবিভাগকে জানাই। তবে ডলফিনটি শরীরের উপরে সম্পূর্ণ চামড়া উঠে গেছে।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন,  মৃত এ ডলফিনটি ইরাবতী জাতের । এটির শরীরের যে অবস্থা তাতে মনে হয় আরো দুই-তিন আগে মারা গেছে। আমরা এগুলো নিয়ে গবেষণা চালাচ্ছি। 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, মৃত এই ডলফিনটিকে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় নিরাপদ স্থানে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে। ডলফিন নিয়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি। 

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, যাতে দুর্গন্ধ না ছড়ায় এজন্য মৃত ডলফিনটি দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করছি।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর