২৫ মে, ২০২৪ ১৭:৪৭

গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ২৭তম সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ২৭তম সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের গাইবান্ধা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরিতে ২৭তম জেলা সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক প্রিতম ফকির। অন্যান্য জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রুবেল শেখ, জুয়েল রানা, সুজন মাহমুদ, আতিকুর রহমান ও অনন্যা খাতুন প্রমুখ।

পরে কাউন্সিল অধিবেশনে ওয়ারেছ সরকারকে সভাপতি, জুয়েল রানাকে সাধারণ সম্পাদক ও সুজন মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা সংসদ গঠিত হয়।

কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি রুবেল শেখ, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আবির খাঁ, কোষাধ্যক্ষ মিশু আক্তার, দপ্তর সম্পাদক প্রদীপ কুমার, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাখোয়াত হোসেন, স্কুল ছাত্র সম্পাদক আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিয়া সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক অনন্যা খাতুন, সমাজকল্যাণ ও পরিবেশ সম্পাদক কোহিনুর আক্তার, সদস্য জুঁই আক্তার ও ইসরাত জাহান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর