২৫ মে, ২০২৪ ১৮:৩৫

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব : ভোলায় দমকা বাতাস ও বৃষ্টিপাত

ভোলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব : ভোলায় দমকা বাতাস ও বৃষ্টিপাত

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সতর্ক থাকার জন্য কোস্ট গার্ডের প্রচারণা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলায় দমকা বাতাস ও বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে প্রথমে দক্ষিণ-পূর্ব আকাশ ঘনকালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যে শুরু হয় দমকা বাতাস, সেই সাথে বৃষ্টিপাত।

এদিকে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ভোলায় সচেতনতামূলক মাইকিং করছে কোস্ট গার্ড। শনিবার সকাল থেকে মেঘনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে এ প্রচার মাইকিং করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর-রশীদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ভোলার বিভিন্ন জায়গায় শনিবার সকাল থেকে মাইকিং করা হচ্ছে। বিশেষ করে জেলার উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড মাইকিং করে জেলে ও নদীর তীরবর্তী এলাকার মানুষকে সচেতন করছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্র বন্দরসমূহে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে। পরবর্তীতে সংকেত বেড়ে ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়ে উপকূলে আঘাত হানতে পারে। এতে সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর