২৫ মে, ২০২৪ ১৯:০৬

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে অটোচালকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি:

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে অটোচালকের মৃত্যু

কুষ্টিয়া শহরে অটোরিকশা চালাতে চালাতে গরমে অসুস্থ হয়ে চালকের মৃত্যু হয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে শহরের মুজিব সমগ্র ভাস্কর্য মোড়ে তিনি নিজ অটোর ওপরেই অসুস্থ হয়ে সেখানেই মারা যান।

স্থানীয় দোকানি রাশেদ বলেন, গরমের কারণে ওই অটোচালক স্ট্রোক করে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মৃত অটোচালক রাজ্জাক (৫০) শহরতলীর হরিপুরের হাসেনের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, গরমের কারণে স্ট্রোক করে একজন মারা গেছেন। তার পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর