২৫ মে, ২০২৪ ১৯:০৯

রংপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু

রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় হিটস্ট্রোকে এবং বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৃথক পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে কাউনিয়া উপজেলায় কুর্শা ইউনিয়নের চাঁনঘাট গ্রামে ধান কাটতে গিয়ে সেচ পাম্পের পরে থাকা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক উলি মাহমুদের ছেলে। আব্দুল গফুর নামের এক ব্যক্তির অবৈধ ভাবে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নেওয়া সেচ পাম্পের তার ঝড়ে ধান ক্ষেতে পরে থাকলে সে তারে অসাবধানতাবসত হাত পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। কাউনিয়া থানার ওসি মাহফুজার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মিঠাপুকুরে হিটস্ট্রোকে শহিদুল ইসলাম (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত. আমিন উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে সাতভেন্টি পাথারে জমিতে ধান কেটে ধানের ভার নিয়ে বাড়ি ফিরছিলেন শহিদুল। প্রচন্ড দাবদাহের মাঝে ফেরার পথে একপর্যায়ে তিনি হঠাৎ ধানের ভারসহ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর