২৫ মে, ২০২৪ ২০:৪০

ট্রাক-ট্রলির সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

ট্রাক-ট্রলির সংঘর্ষে নিহত ১

বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম মোঃ ফজলুর রহমান (৫২)। এই ঘটনায় আহত হয়েছে আরো দুজন। শনিবার দুপুরের দিকে শেরপুর শহরের হামছায়াপুর নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান উপজেলার কুসুম্বি ইউনিয়নের উদয়কুঁড়ি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, বগুড়াগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক মহাসড়কের হামছায়াপুর নামক স্থানে পৌঁছালে ধানবোঝাই একটি ট্রলির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক ফজলুর রহমান নিহত হন। আর ট্রাকের চালক- হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয় এলাকাবাসী তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় স্থানান্তর করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মাসুদ রানা জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর