২৫ মে, ২০২৪ ২০:৫২

কক্সবাজারে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির হ্রাস বিষয়ক সেমিনার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির হ্রাস বিষয়ক সেমিনার

সম্প্রসারিত কক্সবাজারের পরিকল্পিত নগরায়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর উপর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির হ্রাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার কক্সবাজার শহরে একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে ‘টুমোরো’স সিটিস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির গবেষণা প্রকল্পের আওতায় ‘মাল্টি-হ্যাজার্ড রেসিলিয়েন্ট এন্ড ইকুইটেবল ফিউচার সিরিজ’ শীর্ষক অনুষ্ঠিত সেমিনারে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার।

এতে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমান হাবিব, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মুহাম্মদ রাশিদুল হাসান, এনএসইটি-নেপাল’র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. রামেশ গুরাগাইন ও চুয়েটের পুরকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. বশির জিসান। সেমিনারে স্টক হোল্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৭০ জন অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর