২৫ মে, ২০২৪ ২১:১০

নির্বাচন বর্জনে সোনাগাজীতে বিএনপির লিফলেট বিতরণ

ফেনী প্রতিনিধি

নির্বাচন বর্জনে সোনাগাজীতে বিএনপির লিফলেট বিতরণ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট না দেওয়ার দাবিতে ফেনীর সোনাগাজীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনাগাজী উপজেলা বিএনপির উদ্যোগে প্রহসনের উপজেলা নির্বাচন বর্জনের জন্য সোনাগাজী পৌর শহরে শনিবার বিকালে দোকান মালিক-কর্মচারী, পথচারী এবং রিকশা-অটোরিকশার চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়েছে।

এসময় উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তৈয়ব আজাদ, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল, সাধারণ সম্পাদক মো. দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসান মাহমুদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকুসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর