২৫ মে, ২০২৪ ২১:৩১

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম (৭) ও ঋতু খানম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার শাঁখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাবাসসুম শাঁখারিয়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে এবং ঋতু খানম আশরাফুলের ছোট ভাই রাজু আহম্মেদের মেয়ে।

স্থানীয়রা জানায়, তাবাসসুম ও ঋতু খানম শনিবার দুপুরে বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে তারা বাড়ির পাশের নিজাম উদ্দিন খাঁর পুকুরের কাছে যায়। দীর্ঘ সময় তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুর পাড়ে ওই দু’শিশুর পায়ের জুতা পাওয়া যায়। পরে পুকুরের পানিতে নেমে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর