২৫ মে, ২০২৪ ২১:৪৪

চুয়াডাঙ্গায় সড়কে নিরাপত্তায় মোবাইল কোর্ট

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় সড়কে নিরাপত্তায় মোবাইল কোর্ট

সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় শহরের রেলবাজার এলাকায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ আয়োজিত এ মোবাইল কোর্ট পরিচালনাকালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর  ৯২ (১) ধারায় তিনটি ও ৬৬ ধারায় একটি মামলা ও এক হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আবু জামাল।


বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর