২৬ মে, ২০২৪ ১৬:১৫

রংপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে দুই মাদক
ব্যবসায়ী গ্রেফতার

রংপুর র‌্যাব সদস্যরা গঙ্গাচড়া এলাকা থেকে ১ হাজার ৪৯৪ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার দুপুরে র‌্যাব-১৩ উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

র‌্যাব জানায়, রবিবার সকালে ব্যাটালিয়ন সদরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়া  উপজেলায় বড়রুপাই (জমচওড়া) গ্রামে সোনামিয়া নামে এক ব্যক্তির  বসতঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে সোনা মিয়া এবং একই এলাকার  আব্দুল খালেকের ছেলে মোস্তাকিম মিয়া লিটনকে গ্রেফতার করে।  
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গঙ্গাচড়া থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা  করেছে এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর