নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়ায় শেখ আনিসুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যার দিকে আনিসকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আনিস কলাবাড়িয়া গ্রামের শেখ মোশারফ হোসেনের ছেলে।
নিহতের ভাই ইউপি মেম্বার শেখ সোহেল রানা জানান, তার ছোট ভাই আনিসকে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের এক যুবক চরকান্দিপাড়া ইটভাটার পিছনে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে বসে থাকা প্রতিপক্ষ লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়িভাবে আনিসকে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথিমধ্যে সে মারা যায়।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানবলেন, লাশের ময়না তদন্ত শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম