জেলার কালিয়া পৌরসভার সিতারামপুর থেকে দেশীয় তৈরি একটি ওয়ান স্যুটারগানসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- খুলনা জেলার তেরখাদা উপজেলার কাটেংগা গ্রামের মো: ইকবাল হোসেন মেলেকদার (৩৭), একই উপজেলার ইখড়ী গ্রামের মো. ওবাইদুল্লাহ ফকির (৩৮) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের মো: জাকারিয়া হুসাইন (৩৩)। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, তারেক আল মেহেদী, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামীম উদ্দিন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোটরসাইকেলযোগে তিন ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে আসছে।খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশের একটি দল কালিয়া পৌরসভার সিতারামপুরে বেন্দারচরগামী সড়কের পাশে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টাকালে পুলিশ তাদেরকে অস্ত্রসহ আটক করে।
এ ব্যাপারে কালিয়া থানায় মামলা দায়ের হয়েছে বলে তিনি (পুলিশ সুপার) জানান।
বিডি প্রতিদিন/এএম