রাজবাড়ীর বালিয়াকান্দিতে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া বাজারে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ আয়োজনে এই শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। রাজবাড়ী একটি শান্তিপ্রিয় জেলা। এখানে অশান্তি সৃষ্টি করে কেউ রক্ষা পাবেন না। সমাজে সমস্যা সৃষ্টি হতে পারে। সমাজে সবাই তো ভালো মানুষ না। যদি কেউ অশান্তি সৃষ্টি করে, দেশে তো আইন আছে। আইন কেন নিজের হাতে তুলে নিতে হবে? রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাশালিয়াতে যারা মানুষের বাড়িঘর ভাঙচুর করেছেন তাদের আইনের আওতায় আসতেই হবে। এ ব্যাপারে প্রশাসন কঠোর এবং শক্ত অবস্থানে রয়েছে।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম ফরিদ হোসেন মিয়া বাবুর সঞ্চালনায় শান্তি ও সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ।
শান্তি ও সম্প্রীতি সমাবেশে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এহছানুল হাকিম সাধন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, বালিয়াকান্দি থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান ওহিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম