নোয়াখালীর সুবর্ণচরের চর বৈশাখী গ্রামে ছালেহা বেগমের বসতবাড়িতে জায়গা নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা, ভাংচুর, মালামাল লুটপাটসহ পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ছালেহা বেগম (৫০) কহিনুর বেগম (৪০) তানিয়া বেগম (২৬), মো. রিপন (২৮), ওসমান গণি (২৪) সহ ৬ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতের মধ্যে গুরুত্বর অবস্থায় ছালেহা বেগম, কহিনুর বেগম ও মো। রিপনকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছালেহা বেগমের অবস্থা আশংকাজনক। অন্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ মে) বিকেলে।
এ ঘটনায় চর জব্বর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউছার আলম ভূইয়া এসব খবরের সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনার সাথে সাথে আমি পুলিশ পাঠিয়েছি। ভিক্টিম পরিবার এজাহার দাখিল করলে আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ