ময়মনসিংহের নান্দাইলে নির্বাচনি লিফলেট বিতরণের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মুরাদ (১৭) নামের এক কিশোর খুনের ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। এমনকি এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারেনি।
নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (শনিবার) নিহতের জানাজা ও দাফন শেষে পরিবারের পক্ষ থেকে মামলা হতে পারে। আর খুনের ঘটনায় পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনি লিফলেট বিতরণ করতে যান মুরাদ ভূঁইয়াসহ কয়েক কিশোর। রাতে চন্ডিপাশা বর্মণ পাড়ায় লিফলেট বিতরণ করে আসার পথে সরকারি চন্ডিপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে দুর্বৃত্তরা মুরাদকে পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/হিমেল