পটুয়াখালীর গলাচিপায় ফাউন্ডেশন ফর সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এফএসডিআই) এর আয়োজনে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত একশত পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা করে প্রদান করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। এছাড়াও জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব রায়হান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, নবনিযুক্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু ও পৌর মেয়র আহসানুল হক তুহিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা মো. কামরুল আহসান মিয়া, একাডেমিক সুপারভাইজার আবু সাঈদ, তথ্যসেবা কর্মকর্তা মোসা. ইসমত আরা, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ