নরসিংদীর পলাশে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা মামলায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর আলাদতের বিচারক আ.ন.ম ইলিয়াস এই রায় প্রদান করেন। যাবজ্জীবনের পাশাপাশি আসামিকে বিশ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি অফিসের কর্মকর্তা জাহাঙ্গীরের সাথে ওই অফিসের বাবুর্চি রিতা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ৭ অক্টোবর ওই অফিসের একটি কক্ষে জাহাঙ্গীর তার প্রেমিকা রিতার সাথে রাত্রীযাপন করে। ওই সময় রিতা বিয়ের জন্য জাহাঙ্গীরকে চাপ প্রয়োগ করেন। কিন্তু রিতাকে বিয়ে করতে নারাজ জাহাঙ্গীর। তাই রিতাকে পিছু ছাড়াতে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই অভিযুক্ত জাহাঙ্গীরের নামে হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্র্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট খন্দকার হালিম বলেন, অতি স্বল্প সময়ের মধ্যে আদালতের বিচারক মামলার রায় ঘোষণা করেন। মাত্র ৭ কার্যদিবষের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণসহ সকল কার্যক্রম শেষে করে রায় প্রদান করা হয়। আমরা এই রায়ে খুশি।
বিডি প্রতিদিন/এএ