ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা জয়নাল আবেদীন।
তিনি জানান, নানা বিষয় নিয়ে স্থানীয় সন্ত্রাসী হাজী সালাউদ্দিন সরকারের সাথে বিরোধ চলে আসছিলে। সম্প্রতি পাওনা টাকা চাইলে সালাউদ্দিন সরকারের বাড়িতে গেলে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এ বিষয়ে তিনি ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, জিডি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল